প্রেস বিজ্ঞপিঃ
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র আয়োজিত ২য় মুক্তাঞ্চল সাহিত্য উৎসব’২২ আগামী ৮ অক্টোবর শনিবার সকাল ৮ টা থেকে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
উৎসবের উদ্বোধন করবেন আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ – ০৩৷
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথাসাহিত্যিক আফসানা বেগম, কবি সাকিরা পারভীন ও কবি স্নিগ্ধা বাউল।
কবিতার মিছিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘সাহিত্য চর্চায় হবিগঞ্জ – সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা, শিশু কিশোর সমাবেশ, গণসংস্কৃতি আন্দোলনের শিল্পী সংগ্রামী হেমাঙ্গ বিশ্বাসকে স্মরণ, ‘সাহিত্য – লোকপ্রিয়তা আর দায়বদ্ধতার দ্বন্দ্ব’ বিষয়ক মত বিনিময়, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সহ দিনব্যাপী সাহিত্য বিষয়ক নানা কর্মসূচির মাধ্যমে উদ্যোগ নেয়া হয়েছে সকল বয়সী সাহিত্যমোদী পাঠক ও লেখকের মিলনমেলার।
মুক্তাঞ্চল সাহিত্য উৎসব ২০২১ এর ধারাবাহিকতায় এবছরও হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো দেশবরেণ্য লেখকদের উপস্থিতি হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। হবিগঞ্জের সাহিত্যমোদী পাঠক, লেখকসহ সকল শ্রেণির মানুষের উপস্থিতি আমাদের অনুষ্ঠান সার্বিকভাবে সফল করে তুলবে।