বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, সমাজ থেকে অনিয়ম, দূর্নীতি বন্ধ করতে হবে। যেখানে দূর্নীতি সেখানেই প্রতিরোধ। এক্ষেত্রে সামাজিক সংগঠন ও যুব সমাজকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, একটি সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। একার পক্ষে সম্ভব নয়। ভাল কাজে সবাই এগিয়ে আসবে। খারাপ কাজকে বর্জন করবে সবাই।
তিনি বলেন, দূরন্ত বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার ভাল উদ্যোগ গ্রহন করলে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এলাকার বিত্তবানদের দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার পাশে থাকার আহবান জানান।
গতকাল মঙ্গলবার বিকেলে ‘দূরন্ত বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার’ ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানে সংগঠনের বিশ্বনাথ পুরানবাজারস্থ কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্থার সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তালহা সুহেব বিন-হেলালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য নূরউদ্দিন, আবুল কাশেম, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি শামছুল ইসলাম মোমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূরন্ত বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার পক্ষে মো. আল-আমিন, মো. শামিম আহমদ, সাইদুর রহমান, খালেদ আহমদ, শাহ সিহাবউদ্দিন, আজিজুর রহমান ইয়াছিন, মঈনউদ্দিন, রুহুল আমিন, সাইফুর রহমান, হাসান আহমদ, সাইদুল ইসলাম, ইকবাল হোসেন, আব্দুল্লাহ শেখ, নবীন ফয়জুল, মুর্শেদ আহমদ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী সংস্থার বর্ষপূতির কেক কাটেন।