চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি: জমে উঠেছে চুনারুঘাট পৌরসভার উপনির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা, মিছিল-মিটিং, গণসংযোগে মুখরিত পৌর শহর। পোস্টার, লিফলেট, ব্যানারে ছেয়ে গেছে শহরের সর্বত্র।
প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই কর্মী-সমর্থকদের নিয়ে কোমড় বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। শহরের পাড়া-মহল্লায় প্রতিদিন কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের বাসাবাড়িতে গিয়ে তাদের মন জয়ের চেষ্টা করে ভোটপ্রার্থনা করছেন।
মাত্র ১ বছর চার মাসমেয়াদি এ পৌর উপনির্বাচনকে নিয়ে সারা শহরে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে সামনে রেখে দিন যতই এগিয়ে আসছে নির্বাচনী তাপমাত্রা ততই বাড়ছে।
স্বল্পমেয়াদি নির্বাচন হলেও এটি উভয় রাজনৈতিক দলের জন্য এখন প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
বিএনপি চাইছে তাদের মেয়র পদটি ধরে রাখতে। অন্যদিকে আওয়ামী লীগ চাইছে মরণ কামড় দিয়ে হলেও নিজেদের দখলে নিতে।
সাধারণ ভোটারদের মতে স্থানীয় নির্বাচন হওয়ায় নিজের পছন্দের আর আঞ্চলিকতাকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা।
তবে নির্বাচনে সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করলে যাচাই-বাছাইয়ে সাতজনকেই বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
পরে প্রার্থী সাংবাদিক জামাল হোসেন লিটন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ছয় প্রার্থী।
তারা হলেন- নাজিম উদ্দিন শামসু (তালা), সাইফুল আলম রুবেল (চশমা), আফসার মিয়া চৌধুরী (আনারস), জিল্লুল কাদির লস্কর (কাপ-পিরিচ), আবদুল্লা আল মামুন (মাইক), এসকে ইফতেখারুল গনি খায়রু (দোয়াত-কলম)।
২৩ ডিসেম্বর এ পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় ভোটার রয়েছে ১১ হাজার ১২৫।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মেয়র মোহাম্মদ আলী ১০ অক্টোবর মৃত্যুবরণ করলে এ পৌরসভার মেয়র পদ শূন্য হয়।