শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরে ১০ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে এঘটনা ঘটে। সংঘষ চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদরের এসএপি (সার্কেল) সাজ্জাদ ইবনে রায়হানের নেতুত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ৪০ রাউন্ড টিয়ারশেল ও কাদানেগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অনেকেই রাবার বুলেটের আঘাত পান।সাড়ে ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উভয় পক্ষ থেকে বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এঘটনায় শহরের বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লোটপাটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের পশ্চিমাঞ্চলের বড়চর,কদমতলি, তালুকহড়াই, কুতুবের চক, নিজগাও ও শহরের পূর্বাঞ্চলের বিরামচর, মহলুল সুনাম, লেনজাপাড়া,সাবাজপুর, দাউদনগর এলাকার শত শত লোক সংঘষে জড়িয়ে পড়ে।
সংঘষ চলাকালে শায়েস্তগঞ্জ রেলস্টেশনের উপর দিকে কোনো ট্রেন চলাচল করেনি। স্টেশনে অবস্থানরত যাত্রীরা আতংকে ছিলেন। স্টেশনের কমরত লোকজন আতংকে অফিসের দরজা জানালা বন্ধ করে রখেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক দৈনিক শায়েস্তাগঞ্জ কে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার রাত ৮টায় বিরামচর গ্রামের জনৈক কয়েকজন কলেজ ছাত্র ও বরচর গ্রামের জনৈক কলেজ ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এরই জের জের আজ দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।