বানিয়াচঙ্গ(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি’র ভার্নারেভল গ্রুফ ডেভলাপমেন্ট (ভিজিডি) এর ১ শত ১৭ জন দু:স্থ মহিলাদের মাঝে চাল বিতরন করলেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
বুধবার সকাল ১০ টায় ইউ.পি চত্তরে ভিজিডি মালামাল বিতরনের পূর্বে সমবেতদেরকে খাদ্য বিতরনে সরকারের প্রত্যাশার বিষয়ে বক্তৃতা করেন চেয়ারম্যান মমিন।
৩০ কেজি হারে ভিজিডি চাল বিতরন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার প্রতিনিধি পরিদর্শক মোঃ আজাদুল ইসলাম, ইউ.পি সদস্য মোতাব্বির হোসেন, জাহাঙ্গীর আলম, মাহফুজর রহমান মামুন, মতিউর রহমান, মোঃ ময়না মিয়া,ইস্রাব আলী, নুরুল ইসলাম, আয়ুব আলী, নুর আহাম্মদ, শিরিকা বেগম, আম্বিয়া খাতুন, সাবেরা খাতুন, ইউ.পি সচিব রাজেন চন্দ্র নন্দী, টিসি বুলবুল ধর, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গোডাউন থেকে ট্রলি দিয়ে ভিজিডির চাল এনে ইউ.পি চত্তরে রেখেই প্রকাশ্যে স্বচ্চতার সহিত বিতরন করতে দেখা গেছে।