সিলেট প্রতিনিধি : যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে আজ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘন্টাখানেক সময় তিনি সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। তার এই স্বল্প সময়ের যাত্রাবিরতি নিয়ে প্রাণচাঞ্চল্য এসেছে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে। এদিকে প্রধানমন্ত্রী সিলেটে যাত্রাবিরতিকালে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য তাঁর বসার চেয়ার প্রস্তুত করা হয়েছে। ফুলে ফুলে সাজানো হয়েছে তার চেয়ারের সামন।
জানা যায়, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন। যাত্রাবিরতিতে সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে। তাঁর এই স্বল্প সময়ের যাত্রাবিরতে তিনি সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংঠগনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। দলকে ঐক্যবদ্ধ রেখে সঠিকপথে পরিচালিত করা এবং সরকারের বিভিন্ন সাফল্য জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই স্বল্পকালীন যাত্রাবিরতিকে কেন্দ্র করে আলসেভাব ঝেড়ে ফেলে চাঙ্গা হয়ে ওঠেছে সিলেট আওয়ামী লীগও অঙ্গসংগঠনগুলো। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য বুধবার দিবাগত রাত সাড়ে ৭টা পর্যন্ত সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮৫ জন নেতাকর্মী এবং মহানগর আওয়ামী লীগের ৮১ জন নেতাকর্মী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য ‘পাস’ পেয়েছেন বলে জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে প্রধানমন্ত্রী ওসমানী বিমানবন্দরের যে লাউঞ্জে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, সেখানে তাঁর বসার জন্য মঞ্চ ও চেয়ার প্রস্তুত করা হয়েছে। চেয়ারের সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে মঞ্চ। এছাড়া পেছনে রয়েছে একটি ব্যানার।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি স্বল্প সময়ের জন্য। এরমধ্যেই তিনি আন্তরিকতা নিয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার যাত্রাবিরতির জন্য ওসমানী বিমানবন্দরও প্রস্তুত রয়েছে।’