শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০ গ্রামের সংঘর্ষের ঘটনায় শালিসের উদ্যোগ নেয়া হয়েছে । ফলে সংঘর্ষের আর কোনো আশংকা দেখছেন না এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
বৃহ্স্পতিবার সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষের আশংকা দেখা দেয়। এ ঘটনার খবর পেয়ে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করে প্রশাসন।
পরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈদয় আহমদুল হক, উপজেলা নিবার্হী অফিসার আশফাকুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ খান, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াছিনুল হকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করেন।
উভয় পক্ষের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিষয়টি শালিসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক জানান, বিষয়টি শালিসের উদ্যোগ নেয়া হয়েছে। দুই/তিনের মধ্যে শালিস হবে।
উল্লেখ্য, ১৫ জুন সোমবার দিনগত রাতে পৌরসভার পূর্বলেঞ্জাপাড়ার জাহির মিয়া (২২) ও পূর্ব বড়চরের জুনাইদ মিয়ার (২০) মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের পক্ষ নিয়ে দুইদল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার বড় ধরনের সংঘর্ষ হয়। আজ বৃহস্পতিবার উভয় পক্ষ আবারো সংঘর্ষের আশংকা ছিল।