নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা জামায়াতের ৬ নেতাকর্মীকে নাশকতার অভিযোগে আটক করেছে লাখাই থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জামায়াতের একটি পোগ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল হবিগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা নুরুদ্দিন আহমেদ, সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, সহকারী সেক্রেটারী হাফেজ ফখরুল ইসলাম,অর্থ সম্পাদক মাষ্টার আনোয়ার হোসেন, জামায়াতকর্মী মোশাহিদ আলী
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসায় নাশকতার পরিকল্পনার একটি গোপন বৈটকে বসেছিল তারা। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি।পোপন বৈঠক থেকে জামায়াতের ৯৮০ পিছ লিফলেট, টাকা জমা নেওয়ার রিসিট বই সহ ৬টি মোবাইল জব্দ করা হয়েছে।