হামিদুর রহমান,মাধবপুর থেকেঃ
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় সড়ক দূর্ঘটনায় নুরুজ্জামান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান-মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে নুরুজ্জামান ওই বিকাল ৪টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ী চাপায় গুরুতর আহত।
গুরুত্বর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে রাস্তায় সে মারা যায়।