শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সদস্য ও জেলা ফুটবল টীমের খেলোয়ার শামিমুর রহমানের পিতা হাজী আঃ গনি(৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরহামুয়া গ্রামের নিজ বাড়ীতে মারা যান তিনি। শনিবার সকাল ১১টায় কলিমনগর ঈদগা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে দেশ নাট্যগোষ্ঠী পরিবার গভীর ভাবে শোকহত।
প্রেরিত এক বার্তায় সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়েছেন সভাপতি এডভোকেট হুমায়ুন কবির সৈকত ও সাধারণ সম্পাদক হারুন সাঁই।