চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:নরসিংদীর সদরে দুই মন গাজাসহ চুনারুঘাটের গাজা ব্যবসায়ী মোঃ স্বপন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সে উপজেলার দেওরগাছ ইউনিয়নের জুইরা বড়বাড়ীর গ্রামের জিল্লর রহমানের ছেলে।
জানা যায়,শুক্রবার(১৯জুন)দিবাগত রাতে উপজেলার আমতলী বাজার থেকে ঢাকার উদ্দ্যেশে একটি মাইক্রোবাসে রওনা হয়।
গভীর রাতে নরসিংদী এলাকায় পৌছলে ডিবি পুলিশের হাতে মাইক্রোবাসসহ স্বপনকে গ্রেফতার করা হয়। স্বপনের সাথে বড় একটি মাদক দ্রব্যের চক্র রয়েছে।
চুনারুঘাট সীমান্তবর্তী এলাকায় হাত বাড়ালেই মাদক পাওয়া যায়।