জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: সামান্য বৃষ্টিতে হবিগঞ্জ শহরে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।শনিবার রাত ৮টায় সামান্য বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন ছিল। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় খোদ সার্কিট হাউজেও।
এতে শহরবাসীকে মারাকত্মক দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পৌর এলাকার সিনেমা হল, উত্তর শ্যামলী, মোহনপুর, হরিপুর, চৌধুরী বাজারসহ কয়েকটি এলাকার রাস্তাঘাট।
অভিযোগ উঠেছে, প্রভাবশালীরা শহরের অধিকাংশ এলাকার পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা পুরনো খোয়াই নদীটি চলে গেছে দখলদারদের পেটে। ফলে ড্রেনগুলো থেকে পানি নামতে পারছে না।
সরজমিনে দেখা যায়, ২০ মিনিটের বৃষ্টিতে শহরের ওইসব এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টিতে হয়েছে সেখানে সাতার কাটা সম্ভব।