ডেস্ক ঃ অভিষেক ওয়ানডেতে পাঁচ উইকেট এবং পরের ম্যাচে আবার পাঁচ উইকেট। বিশাল কঠিন কাজ। অথচ এই কাজটাই করে ফেললে মুস্তাফিজু রহমান। ১৯ বছরের এই কিশোর পর দুই ম্যাচে ভারতের ব্যাটিং গুড়িয়ে দিলেন তার বাঁহাতি পেস বোলিংয়ে। মুস্তাফিজের এই বোলিংয়ে হয়ে গেছে বিশ্বরেকর্ড। ওয়াসিম আকরাম যা পারেননি তা-ই করলেন মুস্তাফিজ।
তবে মুস্তাফিজ একা নন। এই রেকর্ড প্রথম গড়েন ব্রায়ান ভেটোরি। জিম্বাবুয়ের এই পেসার ২০১১ সালে বাংলাদশের বিপক্ষে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড। ভেটোরির ওই রেকর্ডেই ভাগ বসালেন মুস্তাফিজ।
প্রথম ম্যাচে মুস্তাফিজের কাটার, স্লোয়ার ও সুইংয়ে খেই হারিয়ে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ভারত। ওই ম্যাচে রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজাকে আউট করেন তিনি। দ্বিতীয় ম্যাচে দ্বিতীয়বার তার শিকার হোন রোহিত শর্মা, সুরেশ রায়না ও অশ্বিন। এবার নতুন করে আউট করেন ধোনি ও অক্ষর প্যাটেলকে।
প্রথম ম্যাচে মুস্তাফিজকে অনেকটা জোর করেই মাঠে নামান মাশরাফি এবং তার তুলে দেন বল। এরপরের গল্পটা তো জেনে গেলো সারা পৃথিবী। এলেন, দেখলেন ও জয় করলেন-এর শ্রেষ্ঠ উদাহরণ হয়ে গেলেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের জন্য বাংলাদেশের যে অনন্ত হাহাকার তাও বোধহয় ঘুচে গেলো!