নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার শরিফপুর গ্রামের জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
রবিবার বিকালে এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানাযায়, ওই গ্রামের আব্দুল আওয়াল শরিফপুর প্রাইমারী স্কুলে জুয়ার আসর বসায় এসময় ফজর আলী প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে বাড়ী ঘর ভাংচুর লুট পাট করা হয়।এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
গুরুত্বর আহতবস্থায় ওয়াহেদ মিয়া, মালেক মিয়া,রায়হান,মনসুর মিয়া,মকছুদ আলী , আলাবানু, রহিমা খাতুন, ফুলবানু কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া আশংকাজনক অবস্থায় ফারুক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।