


চুনারুঘাট থেকে : চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের লস্করপুর চা বাগানের দর্জি টিলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে কুলাঙ্গার এক পুত্রের হাতে নির্মম ভাবে প্রাণ হারালেন হতভাগ্য এক পিতা। গত বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার চা শ্রমিক মানিক লাল কালীনি (৫০) এর সাথে বেশ কয়েক দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-ঝাটি চলে আসছিল তার পুত্র লিটন লাল কালীনির। এরই জের ধরে ওই দিন উল্লেখিত সময়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে জন্মদাতা হতভাগ্য পিতা মানিককে লাঠি দিয়ে মাথায় আঘাত করে কুলাঙ্গার পুত্র লিটন।