মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া-খড়কী রাস্তার নায়াণখলার কাছে সোমবার রাত পনে ১০টায় একটি সিএনজিকে আটকিয়ে যাত্রীদের মারধোর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দৃবৃর্ত্তরা।
দৃবৃত্তদের হামলা আহত খড়কী গ্রামের আব্দুল বারেক(৩৫) আহাদ মিয়া(৩৮) আব্দুল্লা ও জনৈক মহিলাকে ব্রাহ্মনবাড়ীয়া ও মাধবপুর হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
সিএনজি যাত্রী আহাদ মিয়া জানান-রাত প্রায় পনে ১০টার দিকে নোয়াপাড়া বাজার থেকে খড়কী যাওয়ার পথে নারায়ণখলার কাছে ৭/৮জন দৃবৃর্ত্তরা সিএনজি আটকিয়ে তাদের মারধোর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পরে আব্দুল বারেকসহ অন্যান্য যাত্রীদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আব্দুল বারেককে ব্রাহ্মনবাড়ী সদর হাসপাতালে প্রেরন করে।