নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সাথে গতকাল মঙ্গলবার দুপুরে ২০১৫-২০১৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
পৌরসভা মিলনাতনে পৌর মেয়র ও শহর সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু,বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুকেশ চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব ভাপতি কাউন্সিলর এটিএম সালাম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর যুতিকা রানী দাশ, জাকিয়া আক্তার লাকী, রেখা আর্চায্য, পৌর সচিব আমিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, পৌর প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সাবেক কাউন্সিলর ফুর্শিদা ইয়াসমীন, নাজরীন চৌধুরী, বারফুল বিবি, ব্র্যাক ওয়াশের আব্দুর রউপ, মাজেদা বেগম চৌধুরী ও কুলসুম বেগম প্রমূখ।
প্রাক-বাজেট আলোচনায় টিএলসিসি মিটির নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বিভিন্ন উন্নয়ন মূলক পরামর্শ দেন।
জবাবে পৌর মেয়র বলেন, নবীগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরে সকলের পরার্মশ মাথায় রেখেই চলতি বাজেট তৈরী করা হবে। ইতিমধ্যে পৌরসভার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কিছু উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। তা বাস্তবায়ন হলে পৌর নাগরিকদের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পানি নিস্কাশনের সমস্যা দুর হয়ে যাবে।