বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা পুলিশ লাইন্স এর শহিদ এসপি এম সামছুল হক মিলনায়তনে ২১ জুন অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় বিশ্বনাথ থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ থানার অফিসার ইন-চার্জ মোঃ রফিকুল হোসেনকে সম্মাননা প্রদান করছেন পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা পিপিএম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত পুলিশ সুপার কায়ছর আহমদ হায়দরী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জনাব নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব নায়মুল হাসান, সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইন-চার্জবৃন্দসহ অন্যান্য পুলিশ কর্মকর্ত ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে গ্রেফতারী পরোয়ানা তামিলে সাফল্যতা অর্জন করায় বিশ্বনাথ থানার এসআই মোঃ আবুল মনসুর মির্জা, এসআই দীপন চন্দ্র সরকার, এএসআই মোঃ মাসুদ আলম ভূঞাঁকে সহ জেলার অন্যান্য থানার অফিসারদের পুরস্কৃত করেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা পিপিএম।