চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন এসএসসি ৯৭ ব্যাচ এর ২৫ বছর পুর্তি অনুষ্ঠিত হয়েছে।
(১৮ ফেব্রুয়ারি) শনিবার নালুয়া দমদমিয়া লেক পাড়ে ৯৭ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সকালে কুরআন তেলাওয়াত,গীতাপাঠ ও জাতীয় সংগীত পরাবেশন করা হয়।পরে বিভিন্ন ইভেন্ট এর খেলাধুলা, দুপুরের খাবার, কেক কাটা ও পুরুস্কার বিতরণ করা হয়।
দীর্ঘ ২৫ বছর পর ব্যাচম্যানদের পেয়ে আনন্দে উল্লেসিত উপস্থিত বন্ধুরা।
অনুষ্ঠান বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রম করেন ৯৭ ব্যাচের বন্ধু পল্লী চিকিৎসক আলমঙ্গীর হোসেন,বেলাল আহমেদ,সাইফুর রহমান রুবেল,রকিব আহমেদ,শামসুল আলম সেলিম,শাহজাহান, জসিম,জাকির,শাহিন, মোহাম্মদ আলী,আব্দুর রহমান,আক্তার মিয়া,মাসুক আহমেদ, শানু মিয়া,মমিন আহমেদ,মমিন মিয়া,ছাবু মিয়া,সোহেল, রফিক মিয়া,হুমায়ুন, সহ আরো অনেকই।সংগীত পরিবেশন করেন ৯৭ ব্যাচ এর বন্ধু জুইঁ রাণী।