সৌদিআরব প্রতিনিধি : লাল রঙের ফুল আর তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য পরিচিত ডেলোনিক্স গাছ। এটি প্রাকৃতিক ভাবেই চির সজীব ও সতেজ। সম্প্রতি তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে সৌদির জুবেল রয়্যাল কমিশন প্রায় ৪৫ হাজার ডেলোনিক্স গাছ রোপণের উদ্দোগ নিয়েছে।
এ গুলো রোপণ করা হবে পরিকল্পিত ভাবে রাস্তার দুপাশে,স্কুল চত্বরে,মসজিদের পাশে,বিভিন্ন স্হাপনায় ও শহরের খালি জায়গায়। জুবেল রয়্যাল কমিশনের বনায়ন ও সেচ বিভাগের প্রধান সালেহ আল মুতাইরি বলেন,ডেলোনিক্স একটি দ্রুত বর্ধনশীল গাছ। এটি শুঙ্ক এলাকায় বেশি দেখা যায়। গাছ গুলো পাঁচ থেকে বার মিটার লম্বা হয় এবং গাছের ঘন পাতা ছায়া দেয়। এটি একটি উপকারি ছায়া বৃক্ষ। বসন্ত ও গ্রীষ্ম কালে তাপমাত্রা সহনীয় রাখে। ডেলোনেক্স গাছ অর্থনৈতিক ও পরিবেশগত ভাবে উপকারী ও শুষ্ক অঞ্চলে চাষাবাদের উপযোগী।