


আজমিরীগঞ্জ মিয়াধন মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার তালুকদারের উপর হামলার ঘটনায় পুলিশ নিক্সন মিয়া (৪০) নামে আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টায় আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর পশু হাসপাতালের নিকট থেকে আজমিরীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নিক্সন প্রধান শিক্ষক তপন কুমার তালুকদারের উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামী। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সোমবার মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার তালুকদারের উপর নৈশ প্রহরী আব্দুর রহিমের নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনার পর প্রধান শিক্ষক বাদী হয়ে অফিস সহকারী জ্যোৎস্না আক্তার, নৈশ প্রহরী আব্দুর রহিম, মাহমুদুল হসান রুবেল, জিয়াউল হক বাঘু ও নিক্সন মিয়াকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর বুধবার পুলিশ ১ম দফায় অভিযান চালিয়ে নৈশ প্রহরী আসামী আব্দুর রহিম ও জিয়াউল হক বাঘুকে গ্রেফতার করে।