প্রেস নিউজ : গত ২৩ জুন ২০১৫ তারিখ রাত আনুমানিক ২২৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিত্বে ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্ত এলাকার গোবিনপুর নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা সংঘবদ্ধভাবে বিজিবি উপর আক্রমনের জন্য চেষ্ঠা করে। তাৎক্ষণিক ভাবে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলামকে বিষয়টি অবহিত করা হলে, তিনি অতিরিক্ত বিজিবি সদস্য নিয়ে অভিযান পরিচালনা করলে চোরকারবারীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে ব্যাপক তল্লাশী করে ৫ মন ভারতীয় জট গাঁজা আটক করে যার আনুমানিক মূল্য ৭,০০,০০০/- (সাতলক্ষ) টাকা। পরবর্তীতে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম বলেন, যে কোন মূল্যে মাদক চোরচালান বন্ধে বিজিবি বদ্ধপরিকর এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।