


হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেট থেকে আব্দুস সালাম (৩০) নামে এক কাপড় চোরকে আটক করেছে পুলিশ। সে বড় বহুলা গ্রামের আব্দুল আওয়ালের পুত্র। এসময় তার নিকট থেকে বিভিন্ন ধরণের ২০টি চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন। উল্লেখ্য, শীত পড়ার সাথে সাথে জেলার বিভিন্নস্থান থেকে বিভিন্ন শ্রেণীর শীতার্ত মানুষ কম দামে ওই মার্কেটে কাপড় কিনতে আসায় ওই মার্কেটে সম্প্রতি ভিড় বাড়ছে। আর এ ভিড়কে কেন্দ্র করে ওই এলাকায় কয়েকটি চক্র গড়ে উঠেছে। যারা শহরের বিভিন্ন বাসা-বাড়ি থেকে চুরি করা কাপড় সেখানে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে হকার্স মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, সিএনজি অটোরিক্সার জন্য নির্ধারিত স্থান থাকলেও সম্প্রতি সিএনজি চালকরা তাদের গাড়ি মার্কেটের রাস্তায় পার্কিং করে ভিড় বাড়ার সুযোগ করে দেয়।