হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন একটি খুনের মামলায় দোষী সাবস্ত করে ৪ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড প্রদান করেছেন ।
দন্ডিত ব্যাক্তিগন হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আউড়া গ্রামের মোতাব্বির, সুলতান, আলী হায়দার ও গফুর। মামলার সাক্ষীগনকে মারপিট করে জখম করার অভিযোগে অপর ৭ আসামীকে ৩বছর সশ্রম কারাদন্ড, প্রত্যেককে ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ড দেয়া হয়। এছাড়া ৭ আসামীকে ১বছর কারাদন্ড, প্রত্যেককে ৩হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাস কারাদন্ড প্রদান করা হয়।
অভিযোগ প্রমানিত না হওয়ায় ৪৫ জন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। আজ বুধবার আসামীদের উপস্থিতিতে মামলার রায় ঘোষনা করা হয়।
মামলার বিবরনে জানা যায় হবিগঞ্জ সদর উপজেলার আউড়া গ্রামে পূর্ব বিরোধের জের হিসেবে জনৈক ফুল মিয়ার বাড়িতে ২০১২ সালের ২ আগষ্ট দিবাগত রাত ২টায় একদল লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ফুল মিয়ার মা কুটিজান বিবি সহ কয়েকজন আহত হয়। গুরুতর আহত কুটিজান বিবিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৪আগষ্ট সে মারা যায়। এ ব্যাপারে ফুল মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে ৬৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। চাঞ্চল্যকর হিসেবে মামলাটি এক পর্যায়ে সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়। কিন্তু নিদিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ায় তা পুনরায় হবিগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপক্ষে ২১জন সাক্ষীর জবানবন্দি ও জেরা পর্যালোচনার পর বিজ্ঞ বিচারক বুধবার মামলার উপরোক্ত রায় ঘোষনা করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক এবং আসামী পক্ষে মামলা পরিচলনা করেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।