নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার পিটুয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিশাল একটি রেন্টি গাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন ওই এলাকার প্রভাবশালী আব্দুল ওয়াদুদ চৌধুরী ( সুন্দর মিয়া) নামের এক ব্যক্তি। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন করেছেন একই গ্রামের মোঃ অলি আহমদ চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদনে তিনি জানান, উক্ত স্কুলের সীমানায় অবস্থিত বিশাল ওই রেন্টি গাছটির নীচে ছায়ার আশ্রয় নিয়ে স্কুলের কোমল মতি ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করে আসছিল। সম্প্রতি ওই গ্রামের প্রভাবশালী সুন্দর মিয়া কর্তৃপক্ষকে না জানিয়ে গাছটি কেটে নিয়ে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করায় প্রায় ৬৭ হাজার ২ শত টাকা হাত ছাড়া হয়েছে উক্ত বিদ্যালয়ের। ওই টাকা দিয়ে স্কুলের ব্যাপক উন্নয়ন করা যেত। এ ব্যাপারে গ্রামবাসী বাধা দিলে তিনি তা তোয়াক্ষা না করে জোরপুর্বক গাছ কেটে নিয়ে গেছেন। এতে স্কুলের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা অফিসারকে নিদের্শ দিলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ৩ দিনের মধ্যে সরজমিনে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা জামসেদুর রহমানকে দায়িত্ব প্রদান করেছেন।