মাধবপুর থেকে সংবাদদাতা ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন নানা সমস্যায় জর্জরিত। নানা প্রতিকূলতার মধ্যেও নারী শিক্ষার্থীদের পাঠদান। টিনের ঘর ভাঙ্গা বেড়া হলেও শিক্ষার্থীরা ভাল ফলাফল করে আলো চড়াচ্ছে।
বিগত ৪ বছরে জেএসসি পরীক্ষায় ফলাফল ছিল শতভাগ। নারীর ক্ষমতায়ন ও অবহেলিত এলাকায় নারী শিক্ষা প্রসারের জন্য ডিগ্রী পাশ করা দুই যুবকের প্রচেষ্টায় ১৯৯৩ সালে বিদ্যায়তনটি প্রতিষ্ঠিত হয়। তাদের উদ্যোগকে তখন অনেকেই অবহেলার চোখে দেখেছে। কিন্তু ধীরে ধীরে বিদ্যালয়টি জুনিয়র থেকে মাধ্যমিক বালিকা বিদ্যায়তন পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।
১৯৯৩ সালে বিদ্যায়তনটি পাঠদানে স্বীকৃতি লাভ করে। ২০০১ সালে জুনিয়র বিদ্যায়তনের একাডেমিক স্বীকৃতি পায়। ২০১০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যায়তন এমপিও ভূক্ত হয়ে ২০১৫ সালে জুনিয়র থেকে পূর্ণাঙ্গ মাধ্যমিক বালিকা বিদ্যায়তন হিসেবে স্থান করে নিলেও এখন পর্যন্ত বিদ্যায়তনটিতে সরকারিভাবে কোনো অবকাঠামো গড়ে উঠেনি। বিদ্যায়তন ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় টিনের ঘরে ছাত্রীরা ঠাসাঠাসি করে দাঁিড়য়ে পাঠদান গ্রহণ করেন।
বিদ্যায়তনের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান বাহার বলেন, বিদ্যায়তনটিতে আসবাবপত্র, বিদ্যুৎ, সুপেয় পানি ও লাইব্রেরী সহ অন্যান্য অসুবিধা থাকায় ছাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে। বিদ্যায়তনের প্রধান শিক্ষক মোশারফ হোসেন খান পলাশ জানান, প্রতিষ্ঠার পর থেকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বালিকা বিদ্যালয়টি এগিয়ে চলেছে এখন এ বিদ্যায়তনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৪শ ছাত্রী নিয়মিত অধ্যয়ন করছে। বিগত ৪ বছর জেএসসি পরীক্ষায় শতভাগ উর্ত্তীণ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বিদ্যায়তনে অবকাঠামো উন্নয়নে প্রতিশ্র“তি দিয়েছেন। আশা করা যাচ্ছে তার আন্তরিক সহযোগিতায় সরকারিভাবে ভবন ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে।