দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অগনিত মানুষ মারা যাচ্ছেন। স্বনামধন্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ খেঁটে খাওয়া মানুষ। শিশু থেকে
শুরু করে বৃদ্ধ কেওই বাদ যাচ্ছেন না। সড়ক দুর্ঘটনার মধ্যে সবচাইতে বেশি
মানুষ মারা যান রাস্তা পারাপার হতে গিয়ে। আমরা একটু সতর্ক হলে হয়েতো এই
অপমৃত্যুর হাত থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করতে পারি।
রাস্তা পারাপারের সময় ভালো করে উভয় দিকে দেখে রাস্তা পার হবেন। আপনার দিকে ধেয়ে
আসা বাহনটির গতিকে কক্ষনো খাটো বা ছোট করে দেখবেন না। মনে রাখবেন যেই ভাবে
আপনি ভাবছেন ওই ড্রাইভার আপনাকে দেখেছে তাই সে সাবধান হবে, ঠিক সেই একই
ভাবে ওই ড্রাইভারও আপনাকে দেখে ভাবছে, যে আপনি তাকে দেখেছেন তাই আপনি
সাবধান হবেন। মনে রাখবেন আপনার ২ মিনিটের অপেক্ষা আপনাকে পঙ্গুত্ব থেকে
শুরু করে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, কিন্তু ২ সেকেন্ডের তাড়া আপনার
জন্যে বয়ে আনতে পারে নিশ্চিত মৃত্যু বা পঙ্গুত্ব আর আপনার পরিবার হতে পারে
অসহায় এতিম।
আমাদের দেশে গাড়ি চাপা দিয়ে মানুষ মারলে তার কোনদিনও
বিচার হয় না। আর তাই ড্রাইভাররা মানুষ মারতে ভয় পায়না। সত্যি বলতে পৃথিবীর
কোথাও এর সঠিক বিচার হয়না, কারণ একে নিছক এক্সিডেন্ট বা যাকে আমরা বলি
দুর্ঘটনা, হিসেবে ধরা হয়, দুর্ঘটনায় তো আর কারো হাত থাকে না, আর তাই
ড্রাইভাররা বেপরোয়া। সর্বপরি জীবন আপনার যাবে বিচার পেয়ে লাভ কি হবে।
মনে রাখবেন আপনার জীবনের নিরাপত্তার দ্বায়িত্ব আপনার, ওই ড্রাইভারের নয়। সময় নিন, নিশ্চিত হোন।
সচেতন হোন। অন্যকে সতর্ক করুন। সাবধান।
সবাইকে শেয়ার করবার অনুরোধ রইলো।