নবীগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আর পল্লী বন্ধু এরশাদের জন্ম না হলে উপজেলা পদ্ধতি চালু হতোনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের মানুষের মূখে হাসি ফুটানো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে পরাজিত অপশক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে, কোন অপশক্তি ষড়যন্ত্র করে নবীগঞ্জ বাহুবলের উন্নয়ন দাবিয়ে রাখতে পারবেনা। গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া, করগাঁও হালিমপুর গ্রামে ১ কোটি ৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যায়ে ১১ কিলোমিটার বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। মোঃ হাজ্বী এলাইচ মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইয়াওর মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার ভর্মন, পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর এডভোকেট ফারুক আহমদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইমুদ্দিন প্রমূখ। যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, শেখ ছাদ উল্লাহ, আব্দুর শুকুর মানিক, দিলাওর হোসেন, আনসার উদ্দিন, মনর মিয়া প্রমূখ। তিন গ্রামে ৫ শ ৮৬ জন গ্রাহকের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, আমি এলাকার একজন সেবক হিসাবে কাজ করতে চাই। বিদ্যুৎ সংযোগে শিক্ষা, যোগাযোগ, শিল্প কারখানা গড়ে উঠবে। তিনি বলেন, পাঞ্জারাইসহ এলাকার অবশিষ্ট অংশকে বিদ্যুতের আওতায় আনা হবে। তিনি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুতের আলোতে অবহেলিত এ জনপদ আলোকিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে শিক্ষার কোন বিকল্প নেই। বিদ্যুৎ এ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে। পরে যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়ার বাড়ীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।