এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে ঃ
নবীগঞ্জ-টুকের বাজার সড়কের রাস্তা পাকাকরনের কাজ নিন্ম মানের হওয়ার অভিযোগে বিক্ষোব্ধ এলাকাবাসী গতকাল শুক্রবার সকালে বন্ধ করে দিয়েছেন। এ সময় স্থানীয় শত শত জনতা রাস্তায় বিক্ষোভ করে সঠিক ভাবে নির্মাণ কাজ করার দাবী জানান।
অন্যতায় কাজ করতে দেয়া হবে না বলেও ঘোষনা দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী সৈয়দ সইদুর রহমান ঘটনাস্থলে গিয়েও কোন সুরাহা করতে পারেন নি বলে জানাগেছে।
এলাকাবাসী জানান, উপজেলার করগাঁও ইউনিয়নের নবীগঞ্জ-টুকের বাজার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় জন চলাচলে মারাত্বক দূর্ভোগ পোহাতে হয়েছিল। হাজার হাজার মানুষের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় উক্ত জনাকির্ণ রাস্তাটির পাকাকরনের টেন্ডার দেয়া হয়।
কিন্তু জনৈক ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়ম-নীতির তোয়াক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে তাদের মনগড়া ভাবে নিন্ম মানের কাজ শুরু করে। যা লোকজনের ব্যবহারের আগেই ভেঙ্গে যাওয়ার আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলার পরও তারা কোন কর্ণপাত করতে রাজি না হওয়ায় গতকাল শুক্রবার সকালে এলাকার শত শত জনতা রাস্তায় নেমে আসেন এবং নির্মাণ কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোব্ধ জনতাকে শান্তা দিয়ে টেন্ডারের সিডিউল কপি নিয়ে বিকালে সমাধানের আশ্বাস দেন।
কিন্তু তিনি বিকালে না যাওয়ায় রাস্তার কাজ বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, নির্বাহী প্রকৌশলী নির্মাণ কাজে কিছুটা অনিয়ম হয়েছে মর্মে স্বীকার করে কাজের গুণগত মান ভাল করার আশ্বাস প্রদান করেন। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আব্দুর রউপ, প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাদিক মিয়া, বদরুজ্জামান প্রমূখ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনের সুইচ অফ পাওয়া যায়।