ডেস্ক : বাংলাদেশ দল যখন ভারতের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে উদ্বেল, তখন মাহমুদউল্লাহ রিয়াদ টিভি সেটের সামনে। ছেলে আর স্ত্রীকে সঙ্গে নিয়ে সিরিজ জয়ের আনন্দে মেতেছিলেন তিনিও। কিন্তু দলের সঙ্গেই থাকার কথা ছিল তার। আঙুলের চোট রিয়াদকে ভারত সিরিজ থেকে ছিটকে দেয়।
যে দলের বিপক্ষে টেস্টে ব্যাটিং গড় ৬১.৬৬ ও ওয়ানডে ৪৪.৮৩, সেই ভারতের বিপক্ষে ফর্মে থেকেও খেলতে না পারাটা হতাশার। সেই হতাশা ব্যক্তিজীবনে কিছুটা হলেও কাজ করেছে, তা স্বীকার না করে পারলেন না মাহমুদউল্লাহ।
সঙ্গে আলাপকালে রিয়াদ বলেন, ‘খারাপ তো লেগেছেই! সব প্রস্তুতি শেষ করে শেষ মুহূর্তে ইনজুরিতে পড়লাম।’
তবে ব্যক্তিজীবনের হতাশা কেটে গেছে প্রিয় দলের পারফরম্যান্সে। বাংলাদেশ যেভাবে ভারতকে নাস্তানাবুদ করেছে, তাতে বেশ উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ। দলের প্রত্যেকের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বিশ্বকাপে দুটি সেঞ্চুরির স্বাদ পাওয়া এই অল-রাউন্ডার। মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘পুরো সিরিজে দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। প্রথম দুই ম্যাচে আমাদের সঙ্গে কোনো লড়াই করতে পারেনি ভারত। সত্যি, দলের পারফরম্যান্স ছিল অনেক ভালো। দলের প্রত্যেকটি ক্রিকেটার যেভাবে খেলেছে সত্যিই প্রশংসা করতে হবে। এই দলের একজন ক্রিকেটার হিসেবে আমরাও গর্ব হচ্ছে।’
মাহমুদউল্লাহ জানালেন, খেলতে না পারায় কষ্ট রয়েছে তার মনে। কিন্তু খেলার থেকেও বেশি মিস করেছেন বাংলাদেশ দলের ড্রেসিং রুমকে। তিনি বললেন, ‘জয়ের পর ড্রেসিং রুমের পরিবেশ পাল্টে যায়। বিশ্বকাপে, পাকিস্তান সিরিজে আমরা কতই না মজা করেছিলাম! কেউ পারফর্ম না করলেও জয়ের পর ড্রেসিং রুমে আসলে তার মন ভালো হয়ে যায়্। আমরা ওখানে এভাবেই মজা করি। আসলে ড্রেসিং রুমটাকেই সবচেয়ে বেশি মিস করেছি এই সিরিজে!’
তবে বেশিদিন দল আর ড্রেসিং রুমে নিজের সেলফকে মিস করতে হবে না মাহমুদউল্লাহর। দক্ষিণ আফ্রিকা সিরিজেই ফিরছেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল যখন অনুশীলন করত, তখন মাঠে আসতেন রিয়াদও। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সঙ্গে কাজ করতেন। এ ছাড়া অনুশীলনের আগে ও পরে জিমে সময় দিতেন নিয়মিত।
রোববার থেকে ব্যাট নিয়ে নেটে নামার কথা রয়েছে তার। এ নিয়ে এই অল-রাউন্ডার বলেন, ‘আপাতত আঙুলের ব্যথা নেই। ২৮ জুন ব্যাটিং করা শুরু করব। বোলিংও করা দ্রুত শুরু করব। আশা করছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারব।’
৩০ জুন ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৫ ও ৭ জুলাই দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর তিনটি ওয়ানডে খেলবে ১০, ১২ ও ১৫ জুলাই। দুটি টেস্ট শুরু হবে যথাক্রমে ২১ জুলাই ও ৩০ জুলাই।