বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
“কৌশল যদি জানা থাকে বজ্রপাতে রক্ষা মেলে” বন্যা,ভূমিধস ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্স মিলনায়তনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে ও বর্ণমালা এনজিওর সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শামীমা আক্তারের সভাপতিত্বে ও বর্ণমালা কমিউনিকেশন ওয়ার্কশপ অর্গানাইজার মো: শরীফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দল্লাহ আল মুক্তাদির,ডা: নাসিম ভূইয়া,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান,কমিউনিটি লিডার স্মৃতি চ্যাটার্জি কাজল, মোখলেসুর রহমান, গোবিন্দ দাস, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ সোমা আক্তার,রিকু রাণী প্রমুখ।
কর্মশালায় জনস্বার্থে জানানো হয় যে,এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রবৃষ্টি বেশি হয়।
এসময় ঘন কালো মেঘ দেখা দিলে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
খোলা মাঠ অথবা উচুস্থানে অবস্থান না করা,বজ্রপাত শুরু হলে প্রত্যেককে ৫০ থেকে ১০০ ফুট দুরত্বে অবস্থান করা সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।