বাহার উদ্দিন,লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষক পর্যায়ে লটারীর মাধ্যমে বোরোধান ও মিলারদের নিকট থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা।
উপজেলার লাখাই বাজারস্থ খাদ্য গুদাম প্রাঙ্গণে দুপুরবেলায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কামনা রন্জন দাস,লাখাই প্রেসক্লাব সেক্রেটারি আশীষ দাশগুপ্ত, সাদিয়া অটোরাইস মিল এর সত্ত্বাধিকারী আলমগীর তালুকদার, কৃষক সন্তোষ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে ৬০৭ মেট্রিকটন ধান ও ২ হাজার ৩ শত ৫৬ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।
সংগ্রহ অভিযান ৩১ আগষ্ট /২৩ পর্যন্ত চলবে।আগ্রহী কৃষকগন আগামী ১৮ মে/২৩ পর্যন্ত ধান সরবরাহের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানান খাদ্য গুদাম এর ওসি ( এল,এস,ডি) কামনা রন্জন দাস।