মৌলভীবাজার প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও স্যানেটারী প্যাড বিতরণ করা হয়।
রবিবার (২৮ মে) দিনব্যাপী সদর উপজেলার মোস্তফপুুর ইউনিয়নের জগৎসী গোপাল কৃষ্ণ ও এম সাইফুর রহমান মহাবিদ্যালয়ে এসব কর্মসুচী পালন করা হয়।
ইউএসএআইডি এর অর্থায়নে সুখী জীবন প্রকল্পের বাস্তবায়নে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মেয়ে শিক্ষার্থীদের হাতে নিরাপদ স্যানেটারী প্যাড ও বিভিন্ন ধরণের লিফলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি কৈশোর প্রজনন স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সুখী জীবন প্রকল্পের জেলা প্রোগ্রাম কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফজলুর রহমান জুয়েল, পরিবার পরিকল্পনা পরিদর্শক দেবাশিষ রায়, জেলা প্রজেস্টনিষ্ট মোঃ আব্দুল হান্নানসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, সুখী জীবন প্রকল্প ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাতৃস্বাস্থ্য, কৈশোর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কাজ করছে।