হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর বিজিবির হাতে আটক মুহাম্মদ আলী জব্বার নামে ইয়াবা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার সাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে এক দল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর পৌরশহরের পশ্চিম মাধবপুর গ্রামের দেলোয়ার আলীর ছেলে মুহাম্মদ আলী জব্বারকে ১০ পিছ ইয়াবা সহ হাতে নাতে আটক করে।
পরে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিচারের মুখোমুখি করা হলে ভ্রামমান আদালতের বিচারক ও উপজেলার নিবার্হী কর্মকর্তা তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।