বাহার উদ্দিন :
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের ৩ দিনব্যাপী কৃষক উদ্বকরন ভ্রমণ শুরু হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল ৮ ঘটিকায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালীর সোলার পাম্প সথাপন ও ডাগওয়েল কর্মসূচী,ফুল ও সব্জি চাষের প্রকল্প পরিদর্শনের মধ্যে দিয়ে ভ্রমম এর কার্যক্রম শুরু হয়।
ভ্রমনে সিলেট অঞ্চলের লাখাই, চুনারুঘাট, বাহুবল,নবীগঞ্জ উপজেলার বিভিন্ন কৃষক গ্রুপের ১২০ জন কৃষক অন্য নেয়।ভ্রমণের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ আক্রাম হোসেন দিকনির্দেশনায় ওচুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মোঃ সজীব হোসেন,লাখাই উপজেলার উসপসহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য, মামুনুর রশীদ খান,, উপসহকারী কৃষি অফিসার মাহবুবুর আলম খান,নিজাম উদ্দিন পাঠান অংশ গ্রহণ কারী কৃষকদের উদ্বুদ্ধকরনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।