মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ(হবিগঞ্জ): রাখে আল্লাহ মারে কে…? অল্পের জন্য প্রাণে রক্ষা পেল তিন মাসের অবুঝ শিশু অনিক।
নিজের জীবনবাজি রেখে আদরের নাতিকে রক্ষা করতে পারলেও অদক্ষ চালকের কবল থেকে নিজেকে রক্ষা করতে পারেননি দাদী রেনু বিবি (৬০) গুরুত্বর আহত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ঘটনাটি ঘঠেছে সোমবার বেলা ৩ ঘটিকার দিকে।
জানাযায়, নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের মোঃ রবিক উল্লার স্ত্রী মোছাঃ রেনু বিবি তার পুত্র ইদু মিয়ার তিন মাসের শিশু সন্তান (নাতী) অনিককে শারিরিক অশুস্থতার কারনে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে রিকশা যোগে বাড়ি ফেরার পথীমধ্যে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আউশকন্দি গামী দ্রুত গতির অজ্ঞাত একটি প্রাইভেট মাইক্রোবাস রিকসাটিকে ধাক্কা দিলে রিকশারোহী দাদী নাতী পাকা রাস্তায় ছিটকে পড়েন এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় অবুঝ শিশুটি, তাকে বাচাঁতে গুরুত্বর আহত হন তার দাদী।
অজ্ঞাত গাড়ীটি দ্রুত গতিতে পালিয়ে সক্ষম হয়।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়