শংকর শীল :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে শ্রীশ্রী শ্যামাকালী মন্দিরের নতুন নির্মাণাধীন নান্দনিক শিব মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল ১১টায় সুদর্শন চক্র হোম, মন্দির প্রতিষ্ঠা, শিব মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, দাতা ও সুশীল সমাজের উপস্থিতিতে বিশেষ আরতির মাধ্যমে এই মন্দিরের শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠাকালে সকল জীবের মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাজার কালীবাড়ীর সভাপতি সুদর্শন চৌধুরী, সাধারণ সম্পাদক কিরেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা জগদীশ কানু, কানুগুপ্তা পরিবারের সভাপতি রতন কানু, সুমন কানু, নয়ন কানু, সাজু কানু প্রমুখ।
দাতাকর্ণ মহেশ কানু বলেন- ২০২১ সাল হতে এই মন্দিরটির নির্মাণাধীন কাজ শুরু হয়। ৪ গণ্ডা জায়গায় দৈর্ঘ্য ২০ ফুট, প্রস্থ ৩০ ফুট, উচ্চতা ৫৫ ফুট ও ১ গজ গম্বুজ বিশিষ্ট মন্দিরে মার্বেল টাইলসে দর্শনীয় মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, মহেশ কানু এই মন্দিরের দাতাকর্ণ ও প্রতিষ্ঠা করেন।