চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাগবাড়ী থেকে কাজল মিয়া(২৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সে ওই উপজেলার পশ্চিম দেওর গাছ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ।
সোমবার ভোরে ডিবির এস আই সুদ্বীপ রায়য়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আটক করে। এসময় তার কাছ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লক্ষ টাকা।
পুলিশ জানায় কাজলে বিরোদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এত দিন সে আত্মগোপনে ছিল।