সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

বাহুবলে বর্ষায় যাতায়াতের অনুপযোগি বিহারীপুর সড়ক, ভুক্তভোগীদের ক্ষোভ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বাহুবল প্রতিনিধি :

বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা বিরাজ করছে। সিএন্ডবি থেকে বিহারীপুর প্রাইমারি স্কুল পর্যন্ত অর্ধকিলোমিটার সড়ক পাকা হলেও বাকি অংশ এখনও কাচা। ফলে গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষাকালে হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী।

এ সড়কটি সিএন্ডবি হতে বিহারীপুর-গোলগাও হয়ে সংযোগ হয়েছে বাহুবল সদরে। এ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। কাদামাটি আর গর্তের কারণে ছোট যানবাহন ছাড়াও পায়ে হেটে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের সাধারণ মানুষ সহ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যাতায়াত করেন।

সম্প্রতি টানা কয়েকদিনের বৃষ্টি বাদলের কারণে সড়ক কাদামাটিতে ভরে গেছে। ভাল পোশাক পড়ে এ সড়ক দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে ওঠেছে।

ভুক্তভোগী স্থনীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাঘাটের বিরাজমান এ সমস্যার বিষয়ে ওয়ার্ড মেম্বার ইদ্রিছ আলীকে অবগত করলেও তিনি কর্ণপাত করছেন না। এমনকি তুচ্ছতাচ্ছিল্য করে ভুক্তভোগীদের সাথে রুঢ আচরণ করেন। এতে ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মেম্বার ইদ্রিছ আলীকে ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!