নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে সিলেটগামী কালনী ট্রেনের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ।
সোমবার দিবাগত রাতে ট্রেন যাত্রীদের তথ্যমতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে এসআই আবুল হাসেম খন্দকারসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে এসব গাঁজা উদ্ধার করে। পরে গাঁজাগুলো জব্দ করে অভিযোগ দায়ের করা হয়েছে।