হবিগঞ্জ প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত যদি অতীতের ন্যায় অগ্নিসন্ত্রাস করতে চায় তাহলে আওয়ামী লীগ তাদের রাজপথে মোকাবিলা করবে বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
তিনি বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। বিক্ষোভ সমাবেশে সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সজীব আলী, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, সদস্য অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।