চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ৩টি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ভ্রাম্যামণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির ও এসিল্যান্ড তন্ময় চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌর এলাকার মায়া হোটেল, খাজা রেস্টুরেন্ট ও সোনার বাংলা রেস্টুরেন্টকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রত্যেক হোটেলেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করা হচ্ছিল।