বাহুবল প্রতিনিধি :
বাহুবল উপজেলার মিরপুরে গাড়ি ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে জনতা। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। আটক দুলাল মিয়া (২৫)এর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামে। সে ওই গ্রামের আহমদ আলীর ছেলে বলে পরিচয় দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে শ্রীমঙ্গল কলেজ রোড এলাকা থেকে হাবিব মিয়া নামের এক কিশোরের ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া করে দুলাল। পরে শ্রীমঙ্গল শহরের শাহজিবাজার যাওয়ার কথা বলে ভাড়া করলেও চালক কিশোর হাবিবকে কৌশলে বাহুবলের মিরপুর মহাশয় বাজারের কাছে গুচ্ছ গ্রামের পাশে নিয়ে যায় এবং ছুরির ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।
এসময় হাবিবের শোর চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দুলালকে আটক করে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে বাহুবল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ফিরোজ মিয়া ঘটনাস্থলে যান এবং আটক দুলালকে জিজ্ঞাসাবাদ করেন এ-সময় দুলাল কয়েকটি টমটম অটোরিকশা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে সাবেক ভাইস চেয়ারম্যান থানায় খবর দিলে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রঞ্জন ঘটনাস্থলে গিয়ে দুলালকে থানায় নিয়ে যান।