স্টাফ রিপোর্টারঃ
শায়েস্তাগঞ্জ পুরান বাজার আঞ্চলিক কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবালের ব্যক্তিগত কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্দিক আলী (মেম্বার) কে সভাপতি এবং ইমরান সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও ফারুক মিয়া, ফরিদ মিয়া, মাখন মিয়াকে সহ-সভাপতি, মখলিছ মিয়া, রানা মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মখলিছ মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় কমিটির সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবালকে ফুলেল শুভেচছা জানান। ৪৭ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান সরদার বলেন, কাঠ ও ফার্নিচার ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে ২ বছর পর পর নতুন কমিটি গঠন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২য় বারের মতো আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আমি সকলের সহযোগিতা কামনা করি এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।