মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ঈঁদকে সামনে রেখে আবারো সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। গতকাল বৃহস্পতিবার দুুপুরে উপজেলার ইনাতগঞ্জ বাজারে সোনালী ব্যাংক থেকে টাকা তোলে বাড়ি ফেরার সময় ব্যাংকের নীচেই এক প্রতারকের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন অসহায় মহিলা। সে উপজেলা ইনাতগঞ্জ ইউনিয়নের গুপ্তগাঁও (গোতগাঁও) গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)।
মোর্শেদা বেগম কান্নাজড়িত কন্ঠে এ পতিবেদকে জানায়, সে গতকাল দুপুর ১টার দিকে সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখায় লন্ডন থেকে এক আত্মীয় কর্তৃক প্রেরিত ২৬ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের সময় ব্যাংকের ভিতরেই চেয়ারের মধ্যে ছদ্মবেশী এক প্রতারক বসে ছিল। মোর্শেদা টাকা নিয়ে নিচে আসলে ওই প্রতারক বলে ব্যাংক থেকে টাকা তোলেছ, ভাল করে গুনে নেন। টাকা কম বা জাল থাকতে পারে। এক পর্যায়ে কৌশলে টাকা দেখবে বলে মোর্শেদার ব্যাগ থেকে তার হাতে নেয়। তার হাতে নিয়েই ছম্পট দেয় ওই প্রতারক। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন মোশের্দা বেগম। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অনেক মানুষ ওই প্রতারককে খোঁজাখুজি করেও পাওয়া যায় নি। এ ধরনের প্রতারনার ঘটনা শহরের অহরহ সংঘটিত হচ্ছে। অভিযোগ রয়েছে ব্যাংকের এক শ্রেণীর সুবিধা ভোগী কর্মচারী ওই প্রতারকদের সহায়তা করে আসছে।