দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো.মাসুক মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বঙ্গুরহাটি গ্রামের বাসিন্দা।
১৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের অন্তর্গত কাজীরগাও ব্রীজের নিকট সুতাং নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম। তিনি দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।