হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে গরু গাছ খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ শতাধিক লোকজন আহত হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
আহতসূত্রে জানা যায় ঐ গ্রামের আতাউর রহমানের গরু আলী ইসলামের চারা গাছ খেয়ে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর লুটপাট ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে চিকিৎসা নিতে আসা সদর হাসপাতালে আহতদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আজম উদ্দিন (১৫), আলিম উদ্দিন (৪৫), সাইফুল (৩৫), আবুল হোসেন (৩০), সাইফুর রহমান (৩৫), জহুর আলী (৩০), আকবর আলী (২৮), বদরুল আলম (২০), আবুল বাশার (২৪), মাতলব মিয়া (৩৫), মজিবুর রহমান (৪০), শামীম (২০), আব্দুল হোসেন (১৫), মিয়া মোতালিব (৫০), তাবারুক মিয়া (৩৫), আবুল হোসেন (২৫), আমির আলী (৩০), মাহফুজ (২০), সাইফুল (১৫), ইদ্রিছ মিয়া (২৫), আমির আলী (৩৫), আম্বর আলী (৪৫), কুতুব আলী (৩০), সিজিল (২০), সামছুল হক (২০), সাইদুল হক (২০), সিরাজ মিয়া (২০), ইমন (১০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে আশংকাজনক অবস্থায় কুতুব উদ্দিন সহ ২ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে যে কোন সময় আবারো ভয়বহ সংঘর্ষের আশংকা রয়েছে।