বাহার উদ্দিন, লাখাই থেকে :
১৯৭১ সালের এ দিনে লাখাইর কৃষ্ণপুর গ্রামে হবিগঞ্জ জেলার সবচেয়ে ভয়াবহ নৃশংস গণহত্যা সংঘটিত হয়। ১৯৭১ সালের ১৮ই সেপ্টেম্বর রোজ সোমবার ভোর ৫ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পাক-হানাদার বাহিনী ও তাদের সকল অপকর্মের দোসর রাজাকার বাহিনী এ বর্বরতম হত্যাকাণ্ড চালায়।
বর্তমান কিশোরগঞ্জ জেলার সেনাক্যাম্প থেকে ১০/১২ জন পাক হানাদার বাহিনীর সদস্য ও লাখাই এবং নাসিরনগর -ফান্দাউকের রাজাকার বাহিনীর সদস্যরা ভোরের আলো ফোটার আগেই দুটি স্পিডবোট ও দুইটি পানসী নৌকার যুগে বলভদ্র নদী পরিবেষ্টিত কৃষ্ণপুর, গদাই নগর, চন্ডিপুর গ্রাম সহ ছোট ছোট পাড়া ঘেরাও করে ফেলে।
পাক বাহিনী ও তাদের দোসর রাজাকাররা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সনাতন ধর্মালম্বী অধ্যুষিত গ্রামগুলো ঘেরাও করে গ্রাম থেকে বের হওয়ার সকল রাস্তা বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা গ্রামবাসী কোনকিছু বোঝে ওঠার আগেই প্রতিটি ঘর থেকে জোর করে লোকজনকে এনে কৃষ্ণপুর গ্রামের ননীগোপাল রায়ের বাড়ির পুকুরের ঘাটলা সংলগ্ন ফাকা স্থানে, গদাই নগর গ্রামের চিত্তরঞ্জন দাসের বাড়ির উঠানে, চন্ডিপুর গ্রামের একটি স্থান সহ তিনটি জায়গায় এ ভয়াবহ গণহত্যাটি ঘটায়।
এদিকে পাক বাহিনীর উপস্থিতি টের পেয়ে গ্রামের অনেকেই গ্রামের বিভিন্ন পুকুরের কচুরিপানার নিচে আশ্রয় নেয় আবার কেউবা গ্রামের পাশের ধান ক্ষেতে চলে যায়। এমতাবস্থায় পাক বাহিনী ও তাদের দোসর রাজাকাররা ঘরে ঘরে তল্লাশি চালিয়ে মোট ১২৭ মতান্তরে ১৩১ জনকে জড়ো করে গ্রামের তিনটি স্থানে ব্রাশ ফায়ারে নির্মমভাবে হত্যা করে।
সৌভাগ্যক্রমে লাইনে থাকা কৃষ্ণপুর গ্রামের মৃত মোহন রায়ের ছেলে শ্রী হরিদাস রায় আজও বেঁচে রয়েছেন সেই ভয়াল ঘটনার সাক্ষী হয়ে। পাক বাহিনী ও তাদের দোসররা দিনব্যাপী গ্রামগুলোতে অগ্নিসংযোগ ও লুটতরাজ চালিয়ে গ্রামগুলোকে বিরানভূমিতে পরিণত করে বিকেল পাঁচটার দিকে চলে যায়।
তান্ডবলীলা ও হত্যাযজ্ঞ চালিয়ে চলে যাওয়ার পর যারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে বেঁচে ছিল তারা গ্রামে ফিরে এসে লাশের মিছিল দেখে হতভঙ্গ হয়ে পড়ে। তারা কয়েকটি লাশ স্থানীয় শ্মশানে দাহ করে এবং বাদবাকি লাশ তারা বর্তমান বধ্যভূমির স্থানে স্তূপীকৃত করে রেখে দেয়।
আর কিছু লাশ বলভদ্র নদে ভেসে যেতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। কৃষ্ণপুর গ্রামটি সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত ও তখনকার সময়ে এর যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় আসে আশেপাশের গ্রাম ও তাদের আত্মীয়-স্বজন এ গ্রামটি নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিল। তাই শহীদদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ৪৫ জনের নাম পরিচয় পাওয়া যায় ।
স্বাধীনতা উত্তর চল্লিশ বছর এ হত্যাকান্ড শহীদদের এলাকায় তেমন কোন প্রচারণা না থাকলেও ২০১০ সালে হবিগঞ্জ-৩ সদর -লাখাই -শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপির ঐকান্তিক প্রচেষ্টায় বধ্যভূমি নির্মিত হয়।দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার গ্রামবাসী বিস্তারিত কর্মসূচী গ্রহন করেছে।
প্রত্যুষে বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন, স্মৃতিচারন মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর।
এছাড়াও উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। এছাড়াও জেলা প্রশাসক দেবী চন্দ বা তাঁর প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।