স্টাফ রিপোর্টার ॥
সরকার কর্তৃক আলু, ডিম ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিলেও মানছেন না পাইকার ও খুচরা ব্যবসায়ীরা।
গতকাল ১৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বাহুবলের মিরপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা কর্তৃক পরিচালিত অভিযানে এই অসঙ্গতি ধরা পড়ে। ডিমের আড়তে ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার সংরক্ষণের কোন প্রমাণ মেলেনি। আলুর আড়তের খুব কাছেই কাঁচাবাজারে আলু বিক্রয় করছিলেন শামছুল হক। তিনি পাশের আলুর আড়ত থেকে ৪২ টাকায় কিনে খুচরা বিক্রয় করেন ৫০ টাকা দামে।
কোন পরিবাহন খরচের প্রয়োজন পরেনি কিন্তু লাভ করে নিচ্ছেন প্রতি কেজি আলুতে ৮ টাকা। উপস্থিত জনতা বিষয়টি শুনে অনেকটাই হতবাক হয়েছেন। অনেকে বলছিলেন ৫৫ টাকা পর্যন্ত বিক্রয় করছিলেন ওই বিক্রেতা। এই অপরাধে ব্যবসায়ী শামছুল হককে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভাউচার সংগ্রহে না রাখা ও সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রয় না করার অপরাধে মেসার্স সততা ডিমের আড়তকে ২ হাজার টাকা এবং মেসার্স আয়ুব আলী ডিমের আড়তকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।