হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥
মাধবপুরে চোরাই গাছ উদ্ধারে বন বিভাগের লোকজনকে সহযোগিতা করায় মসজিদের ইমামকে পিটিয়ে আহত করেছে একদল গাছ চোর।
উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের জামে মসজিদের ইমাম হাফেজ আয়েতউল্লাহ এ ঘটনায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
জানা যায় গত ১ জুলাই রাত ১১টার দিকে বন বিভাগের বিশেষ টহল বাহিনী কর্তৃক রসুলপুর গ্রামের এক ট্রাক্টর চোরাই গাছ আটক করে। এতে হাফেজ আয়েতউল্লাহ বনবিভাগের লোকজনকে সহযোগিতা করেছে অভিযোগ এনে একই গ্রামের আব্দুল মান্নান, সাহেদ আলী ও নাসির মিয়াগংরা ইমামকে পিটিয়ে গুরুত্বর আহত করে।
আহত ইমামকে গ্রামবাসী উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে আব্দুল মান্নান, সাহেদ আলী ও নাসির মিয়াকে আসামী করে ইমমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন-বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তেলিয়াপাড়া ফাড়ি’র এএসআই কামরুলকে দেয়া হয়েছে।